রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
The Daily Post

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার 

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার 

সিদ্ধিরগঞ্জ থেকে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ । গত মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার ৪নং ওয়ার্ড আটিগ্রামস্থ নদীর পাড়ে বন্ধ মনোয়ার জুট মিলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার একটি টিম পরিচালিত এক অভিযানে ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে। 

এসময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র কাটার, সুইস গিয়ার, চাকু, মুখের মুখোশ, লোহার রড ও লাঠি উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন, ডাকাত সরদার রবিউল, মো. আজিজুল হক মুসা (২১), মো. হাফিজ ও মো. আদনান। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর জানান, তাদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ